এনবিপিএইচ ডেস্ক
এ বছর মার্চের ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত, আইইডিসিআর, ব্লুমবার্গ ফিল্যানথ্রোপিসের প্রকল্প “ডেটা ফর হেলথ ইনিশিয়েটিভ” (মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-ইউএস-সিডিসি এবং সিডিসি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ)-এর সাথে সম্মিলিত ভাবে “আর্ট এন্ড সায়েন্স অব সাইন্টিফিক কম্যুনিকেশন” নামে একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে।
জনস্বাস্থ্য বিষয়ক পেশাজীবিদের মধ্যে যাদের বৈজ্ঞানিক লেখায় আগ্রহ রয়েছে তাদের কাছ থেকে আবেদন পত্র আহ্বান করা হয়। আইইডিসিআর এর সহকর্মীবৃন্দ আবেদন পত্রগুলো যাচাই করে ১৮ জন ব্যক্তিকে এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে।
ডা. পাসকাল ক্রাম (ইউএস সিডিসি) এবং নউশিন আহমেদ (সিডিসি ফাউন্ডেশন) ৫ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। প্রশিক্ষণ সূচীতে বৈজ্ঞানিক গবেষণাপত্র রচনা, সারাংশ বা এ্যাবস্ট্রাক্ট রচনা, বিজ্ঞান রচনা সম্পাদনা ও মূল্যায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ন্যাশনাল বুলেটিন অব পাবলিক হেলথ বাংলাদেশ-এর সম্পাদকরা আশা করেন, এই কর্মশালার মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের কাছ থেকে কিছু উন্নতমানের বৈজ্ঞানিক প্রবন্ধ পাওয়া যাবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের সন্তুষ্টি ও লেখার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান। কেউ কেউ অন্য লেখক বা গবেষকদের লিখতে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন।