Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৩

বর্জ্য ব্যবস্থাপনা

আইইডিসিআর

 

 

কোভিড-১৯ শনাক্তকৃত রোগীসহ যেমন যেকোন স্বাস্থ্যসেবা হতে উৎপন্ন বর্জ্যকেই (সংক্রামক ধারালো এবং প্যাথলজিক্যাল বর্জ্য) সংক্রামক হিসেবে বিবেচনা করে সাবধানতার সাথে সংগ্রহ করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে ফেলতে হবে। ঐ স্থানেই বর্জ্য ব্যবস্থাপনা করা শ্রেয় তারপর সাবধানে তা ফেলে দিতে হবে। স্বাস্থ্য কেন্দ্রের অপেক্ষা কক্ষে উৎপন্ন বর্জ্যগুলোকে ঝুঁকিমুক্ত হিসেবে আলাদা করে কালো শক্ত বস্তায় ভরে সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলতে হবে তারপর পৌর বর্জ্যব্যবস্থাপনা সেবার আওতায় তা নিষ্পন্ন করতে হবে।

কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ড/ পরীক্ষা কেন্দ্র ও গবেষণাগার-

ব্যবহৃত মাস্কসমূহ (৩ স্তরের বা এন-৯৫ ইত্যাদি) আলাদাভাবে হলুদ রঙের প্লাস্টিক ব্যাগে (বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহে ব্যবহৃত) ফেলতে ও সংগ্রহ করতে হবে। এগুলো সরাসরি সাধারণ বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকারীর কাছে কেন্দ্রের দ্বারপ্রান্তেই দিয়ে দিতে হবে/ পুড়িয়ে ফেলতে হবে।

কোয়ারেন্টিনকৃত বাসা-বাড়ী-

ব্যবহৃত মাস্ক কমপক্ষে ৭২ ঘন্টা কাগজের ব্যাগে ফেলে রাখতে হবে তারপর সাধারণ বর্জ্যের সাথে ফেলে দেওয়া যাবে। পুনরায় ব্যবহার প্রতিরোধের জন্য মাস্কটি কেটে ফেলার পরামর্শ দেয়া হয়।

সংক্রমিত বা সীল করে দেওয়া এলাকা (কমলা বা লাল জোন)-

ব্যবহৃত মাস্কসহ অন্যান্য বস্তু যেমন গ্লাভস, অ্যাপ্রোন, হেড কভার ইত্যাদি পেশাদার বর্জ্য সংগ্রাহক দ্বারা তুলে নিয়ে হয় পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটির অন্তত ১০ ফুট গভীরে পুঁতে ফেলতে হবে যেন সংক্রমণের বিস্তার না ঘটে। এছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনাকারীদেরও জানিয়ে দিতে হবে যাতে তারা এই লাল চিহ্নিত এলাকার বর্জ্য অন্য এলাকার বর্জ্যের সাথে মিলিয়ে না ফেলে।