অধ্যাপক আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
‘ন্যাশনাল বুলেটিন অব পাবলিক হেলথ’-এর এই সংখ্যাটি মূলত দুটি বিষয়ের ওপর আলোকপাত করেছে। একটি হলো ‘অসংক্রামক রোগ’, অন্যটি ‘নিপাহ ভাইরাস’। অসংক্রামক রোগসমূহ উচ্চবিত্ত ও তুলনামূলক উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেও বোঝা হয়ে দাঁড়াচ্ছে। পরিবর্তিত জীবনধারা, বিশেষ করে উচ্চ ও মধ্যবিত্ত আয়ের নাগরিকগোষ্ঠীর ক্ষেত্রে খাদ্যে অতিরিক্ত লবণ গ্রহণ আর কায়িক শ্রমের সুযোগের অভাব, অসংক্রামক রোগগুলোর খেসারত দিচ্ছে আর সংক্রামক রোগের চেয়ে এগিয়ে যাচ্ছে।
এ সবের বাইরে সংক্রামক এবং মৌসুমি রোগগুলোও কিন্তু গুরুত্ব বহন করে যেমন গত কয়েক শীতে ‘নিপাহ’ নামক প্রাণঘাতী রোগটি আমাদের দেশে প্রবল সমস্যা তৈরি করেছে। শীতের দিনে খেজুরের কাঁচা রস পান করা আমাদের দেশের একটি ঐতিহ্য যা এই রোগ ছড়াতে আরো সুযোগ করে দেয়। অংসক্রামক রোগ মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও এই কার্যক্রমগুলোই যথেষ্ট নয়। উন্নতমানের গবেষণা এবং লব্ধ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারলে এই সমস্যা প্রতিহত করা সম্ভব। নিপাহ ভাইরাস-এর ভয়াবহতা ও মৃত্যুহার কমাতে আমাদের পক্ষ থেকে দ্রুততম পদক্ষেপ নেয়া এবং অধিক জনসচেতনতা অত্যাবশ্যক।
আমি প্রকাশনার এই সংখ্যাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।