Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৩

মৃতদেহের ব্যবস্থাপনা

আইইডিসিআর

 

 

  • প্রয়োজনে মৃতদেহ বহনকারী ব্যাগটিকে কাফন হিসেবে ব্যবহার করা যাবে।

  • সন্দেহভাজন করোনা রোগীর মৃতদেহ দাফনের পূর্বে ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধান পূর্বক ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া মেনে মুখের লালার নমুনা সংগ্রহ এবং মৃতদেহ স্পর্শ বা সরানো বা সৎকার/ দাফন কাজ করতে হবে।

  • মৃতদেহ স্পর্শ ন্যূনতম রাখতে হবে

  • মৃতদেহের সাথে সংযুক্ত সকল টিউব ক্যাথেটার ইত্যাদি যদি থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে।

  • সংক্রমণ নিয়ন্ত্রণের সকল প্রক্রিয়া পালন করে সংযুক্ত দ্রব্যাদির নিষ্পত্তি করতে হবে।

  • অনিয়ন্ত্রিতভাবে মৃতদেহ পরিষ্কার বা ধোয়া যাবেনা

  • সৎকারের জন্য মৃতদেহের সকল ছিদ্রপথ (যেমন নাক-কান, পায়ুপথ ইত্যাদি) তুলা দিয়ে ভাল করে বন্ধ করে দিতে হবে যেন কোন তরল গড়িয়ে বের হতে না পারে

  • মৃত্যুর স্থানেই মৃতদেহটিকে প্লাস্টিকের কভার দিয়ে এমনভাবে মুড়িয়ে রাখতে হবে যেন তা কভারের বাইরের সংস্পর্শে না আসে

  • কোভিড ১৯ রোগের মৃতদেহ ময়না তদন্ত করা যাবেনা

  • মৃতদেহ অপসারণের পরে, অবিলম্বে রোগীর ঘরটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিতে হবে।

  • আদর্শ পদ্ধতি অনুসারে পুনরায় ব্যবহারযোগ্য সরঞ্জামগুলি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নিতে হবে।

  • সৎকার/দাফন কাজ করার ব্যবস্থাপনার দিনেই জীবাণুনাশক তৈরি করতে হবে

  • হাতের পরিচ্ছন্নতার জন্য সাবান পানি বা ৭০% এলকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

  • জড়বস্তু ও সমতল স্থান পরিষ্কারের জন্য ০.৫% হাইপোক্লোরাইট সলিউশন ব্যবহার করতে হবে।

  • মৃতদেহ দাফনের পর ভালোভাবে ঘিরে রাখতে হবে যাতে কোনো বন্যপ্রাণী মৃত দেহ ভক্ষন করতে না পারে।

  • ভস্মকৃত দেহবাশেষ বা ছাই হতে করোনা ভাইরাস ছড়ায় না।