Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২৩

সকলের জেনে রাখা ভালো

অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, ডা. আহমেদ নওশের আলম, ডা. এএসএম আলমগীর, আইইডিসিআর

 

 

ক. কখন ডেঙ্গু সন্দেহ করা উচিত?

তীব্র জ্বর হবে (৩৯ সেন্টিগ্রেড বা ১০৪ ফারেনহাইট-এর বেশি)

জ্বরের সাথে নিচের উপসর্গগুলোর অন্তত ২টি থাকবে

  • তীব্র মাথা ব্যথা

  • চোখের পিছনের দিকে তীব্র ব্যথা

  • মাংসপেশী, হাড় এবং অস্থিসন্ধিতে ব্যথা

  • বমিভাব ও বমি

  • গ্ল্যান্ড ফুলে যাওয়া

  • চামড়ায় লাল লাল র‌্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়া

খ. কি করণীয় ?

যদি উল্লেখিত উপসর্গগুলোর যেকোন ২টি  জ্বরের সাথে থাকে তাহলে অবশ্যই চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীর শরণাপন্ন হওয়া উচিত।

তার আগে

  • তরল বা পানীয় পান করে যেতে হবে

  • জ্বর ও ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে (অন্য কোন ওষুধ নয়) 

গ. রক্ত পরীক্ষার জন্য কোথায় যেতে হবে?

আপনার চিকিৎসকই আপনাকে সবচেয়ে ভাল পরামর্শ দিতে পারেন। সরকারি-বেসরকারি অনেক গবেষণাগার বা ল্যাবরেটরিতেই এখন ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষা (‘আইজিএম’ ও ‘এনএস-১’) করা হয়। তবে কমমূল্যে ব্যবহার্য  রিএজেন্ট ও পদ্ধতির জন্য সরকারি হাসপাতালগুলোই অধিক নির্ভরযোগ্য। পিসিআর নামক পরীক্ষাটি আধুনিক ও ব্যয়বহুল হলেও ডেঙ্গু নিশ্চিতকরণের জন্য সঠিকতম। এটি কিছু নির্দিষ্ট জায়গায় করা হয়ে থাকে যার মাঝে একটি প্রতিষ্ঠান আইইডিসিআর। যখন কোন চিকিৎসক ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ার পরীক্ষার জন্য কোন রোগীকে এখানে পাঠান (রেফার করেন) তখন পুরো পরীক্ষাটিই বিনামূল্যে করা হয়ে থাকে অর্থাৎ সরকারের পক্ষ হতে এর ব্যয় বহন করা হয়।