Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২৩

মহাপরিচালক-এর ডেস্ক থেকে (Volume 1 Issue 4)

অধ্যাপক আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর

 

 

কল্পনার চেয়েও অধিকতর উদ্ভাবনীয় উপায়ে ডিজিটাল প্রযুক্তি আমাদের সাহায্য করে চলেছে। আমাদের জনস্বাস্থ্য খাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ই-হেলথ মডেল অনুসরণ করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বাংলাদেশে “ইন্টারনেট ভিত্তিক স্বাস্থ্য তথ্য প্রমিতকরণ এবং আন্তঃ ব্যবহার প্রচলিতকরণ” অনুসরণ করে একটি স্বাস্থ্য তথ্য ব্যবস্থা এবং ই-হেলথ ব্যবস্থা চালু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জাতিসংঘ থেকে ‘ডিজিটাল উন্নয়নে ডিজিটাল স্বাস্থ্য’ পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে বাংলাদেশের ই-হেলথ উন্নয়ন মডেল জার্মান সরকার কর্তৃক বিশ্বের শ্রেষ্ঠ মডেলের মর্যাদা লাভ করে এবং “এ কোয়ায়েট রিভোল্যুশনঃ স্ট্রেনদেনিং দ্য রুটিন হেলথ ইনফরমেশন সিস্টেম ইন বাংলাদেশ” শীর্ষক নামে একটি বই প্রকাশের মাধ্যমে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরে।

বাংলাদেশে ই-হেলথের উন্নয়ন এখন দ্রুত ও দৃঢ় অবস্থায় আছে। স্বাস্থ্য তথ্য ব্যবস্থা ও ই-অপারেশন পরিকল্পনায় বর্তমানে নতুন উদ্ভাবন ও মান নিয়ন্ত্রণের ওপর বিশেষ নজর দেয়া হচ্ছে (এইচপিএনএসপি ২০১৭-২০২২)। অতি অল্প সময়ের মধ্যে আমরা অন্যান্য উদ্যোগের পথেও অগ্রসর হয়েছি। কম্পিউটারের একটি বোতামের সামান্য স্পর্শেই এখন রোগ পরিচিতি, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং নজরদারী ব্যবস্থাসহ যথাসময়ে সতর্কীকরণ ও ব্যবস্থাগ্রহণ ইত্যাদি চলে আসে হাতের মুঠোয়।

আমি মনে করি ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার সাফল্যের বিষয়গুলো জাতীয় জনস্বাস্থ্য বুলেটিনের এই সংখ্যায় তুলে ধরা একটি সময়োপযোগী উদ্যোগ।