Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান সম্পাদকের কথা (Volume 1 Issue 3)

অধ্যাপক মামুনার রশীদ, পিএইচডি (ক্যামব্রিজ, ইউকে) এমএস (কলাম্বিয়া, নিউ ইয়র্ক)

 

প্রাথমিকভাবে অসংক্রামক রোগগুলোর ওপর আলোকপাত করাই ছিল এই সংখ্যার পরিকল্পনা, কিন্তু আরো কিছু জরুরি বিষয় এতে সন্নিবেশিত করতেই হল। যেমন দেশের উত্তরাঞ্চলে অজানা এবং বহুমাত্রিক রোগের বেশ কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছিল। আইইডিসিআর-এর একটি দল অনুসন্ধান চালিয়ে সেটিকে নিপাহ বলে শনাক্ত করে। স্বাভাবিকভাবেই বিষয়টি এই সংখ্যায় অন্তর্ভুক্তি পেয়েছে। এছাড়া জনস্বাস্থ্য সম্পর্কিত বড় বড় দুটি অনুষ্ঠান হয়ে গেল কিছুদিন আগে, যার একটি হল ‘জনস্বাস্থ্য-নীতি নির্ধারণী ফোরাম’ নামের নতুন একটি উদ্যোগ। এতে ৬টি বিশেষ নীতি প্রস্তাবিত হয়েছে। আরেকটি হল ‘কেপেবল প্রকল্প’ যা এদেশের জনস্বাস্থ্য খাতে একটি বিশাল বিনিয়োগ। তাই এই বিষয়গুলোও জায়গা করে নিল এই সংখ্যায়। আর একটা সুখবর দিয়ে সংখ্যাটি শেষ করছি: ‘ইয়ানফি’ থেকে আইইডিসিআর পরিচালকের সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। এই স্বীকৃতি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে আইইডিসিআর-এর মাধ্যমে তাঁর বলিষ্ঠ নেতৃত্বেরই গৌরবান্বিত প্রতিফলন।