ন্যাশনাল ডেস্ক, ন্যাশনাল বুলেটিন অব পাবলিক হেলথ
আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন দেশের জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটগুলোর আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশন্যাল এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটস (ইয়ানফি)-এর গত সাধারণ সভায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছর তিনি এর নির্বাহী পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
ইয়ানফি বিশ্বের বিভিন্ন দেশের সরকারী জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত ও শক্তিশালী করতে কাজ করে। ইয়ানফি সদস্যদেশগুলোর পারস্পারিক দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের জন্যস্বাস্থ্য ব্যবস্থাকে বলিষ্ঠ করে তোলে। ৬টি মহাদেশে ৯৫টি দেশের একশ নয়টি সদস্য প্রতিষ্ঠান (এ সংখ্যা ক্রমবর্ধমান) তাদের যৌথ প্রয়াসে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষকে সহায়তা দিয়ে চলেছে। ইয়ানফি বিশ্বের একমাত্র সংস্থা যে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে প্রমাণভিত্তিক আন্তর্জাতিক রূপরেখার মাধ্যমে উন্নয়ন পরিচালনা করে। ইয়ানফির অনন্যসাধারণ পারস্পরিক মডেল নির্দিষ্ট লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি স্বয়ম্ভরতার দিকে এগিয়ে নেয়। পারস্পরিক সহায়তামূলক মূল্যায়ন, মঞ্জুরী আনুকূল্য এবং জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সমর্থনে প্রচার, সহযোগিতা ও টেকসইকরণে ভূমিকার মাধ্যমে ইয়ানফি জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনে অবদান রাখে।
আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা ও কার্যক্রম স্থাপনের পাশাপাশি ইয়ানফির ১০৯টি সদস্য নিজেদের মধ্যে শক্তিশালী স্থানীয় নেটওয়ার্ক ও পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে। ইয়ানফির সহায়তা ও স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও দক্ষিন আমেরিকায় এই নেটওয়ার্ক পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সামর্থ্য বৃদ্ধি এবং জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলার যৌথ প্রয়াসের মাধ্যমে নিজেদের জনস্বাস্থ্য খাতে দক্ষতার উন্নতি করে চলেছে ।
আইইডিসিআর, ২০০৭ সাল থেকে ইয়ানফির সাথে কাজ করছে এবং নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আগেও কাজ করেছে। অংশীদারিত্বের শুরু থেকেই ইয়ানফি আইইডিসিআরকে বিভিন্ন প্রকল্প পরিচালনায় সহায়তা করেছে, যেমন: টাইফয়েড জ্বরের নজরদারি করা, খাদ্য-সংশ্লিষ্ট অসুস্থতা, আঘাত, বন্যায় হতাহত হবার উপাত্ত লিপিবদ্ধ করা, ওয়েবভিত্তিক রোগ-নজরদারি এবং বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ও নেতৃত্ব গঠন। বর্তমানে আইইডিসিআর ইয়ানফির সহায়তায় ‘উপাত্তভিত্তিক কার্যক্রম পরিচালনা’ সংক্রান্ত প্রকল্পের কাজ করছে। বিগত আড়াই বছর ধরে অধ্যাপক ফ্লোরা আইইডিসিআর-এর নেতৃত্ব দিয়ে চলেছেন। ইয়ানফিতে তাঁর বর্তমান ভূমিকা বিশ্ব ও জাতীয় জনস্বাস্থ্য খাতে আইইডিসিআর-এর অবদানেরই স্বীকৃতি। আমরা তাঁকে এবং আইইডিসিআরকে অভিনন্দন জানাই।