Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান সম্পাদকের কথা (Volume 2 Issue 4, 2nd Edition)

অধ্যাপক মামুনার রশীদ

 

 

এনবিপিএইচ-এ কোভিড-১৯ মহামারীর বিশেষ সংখ্যাটি প্রকাশের কয়েক মাসের মধ্যে বিষয়বস্তুতে এতো বেশি পরিবর্তন এসেছে যে, আমরা সর্বশেষ তথ্য যুক্ত করে ইস্যুটির আপডেটেড সংস্করণ প্রকাশের প্রয়োজনীয়তা সমীচীন মনে করেছি। বিশ্ব জুড়ে মহামারীটি ইতিমধ্যে দশ লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষকে এখনও আক্রান্ত করে চলেছে। বিশ্ব

স্বাস্থ্য সংস্থার মতে এই সংখ্যা আরো অনেক বেশি হওয়ার কথা এবং এই বলে সতর্ক করছে যে অদূর ভবিষ্যতে এটি শেষ হওয়ার

কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। সবচেয়ে উদ্বিগ্নতার বিষয় হচ্ছে, যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত, সেইসব

দেশেও এর বেহাল ও শোচনীয় অবস্থা দেখা গেছে। ধরে নেওয়া হচ্ছিল যে, কোন ব্যক্তি একবার আক্রান্ত হলে পুনরায় আক্রান্ত হবে না। কিন্তু পুনরায় আক্রান্ত হওয়ার সুনিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। আমাদের একমাত্র আশার আলো হল, আমাদের স্বাস্থ্য সুবিধা প্রদানকারীরা এখন জানেন যে তাঁরা এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবেন এবং সেটি নির্দিষ্ট কোন ওষুধ বা ভ্যাকসিন ছাড়াই। সৌভাগ্যক্রমে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কোভিড ১৯ ভাইরাসের মৃত্যুর হার এখনও কম। এটি যেন আমাদেরকে কোনক্রমেই আত্মতুষ্টি এবং মহামারীকে উপেক্ষা করার প্রবণতার দিকে পরিচালিত না করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা এখনো একটি নির্দিষ্ট সংখ্যার বৃত্তের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

 

আমাদের সরকার এই মহামারী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। অনেকগুলি চিহ্নিত কোভিড হাসপাতাল এবং ওয়ার্ড স্থাপন করা হয়েছে। নানান জায়গায় আরটি পিসিআর মেশিন বসানো হয়েছে এবং

স্বল্পতম সময়ের মধ্যে অনেকগুলি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে। আমাদের সরকার ভ্যাকসিন উৎপাদনের সাথে সাথেই এর প্রাপ্যতা নিশ্চিত করার চেষ্টা করে চলেছে। শিশুদের টিকা দেওয়ার জন্য আমাদের দেশে খুব কার্যকর এবং দক্ষ ব্যবস্থা রয়েছে। আমরা ভ্যাকসিন সংগ্রহ শুরু করার সাথে সাথে যাতে এই সুবিধাগুলি এবং কর্মীদের ব্যবহার করতে পারি, সেদিকে সচেষ্ট হতে হবে। তবে আমাদের বুঝতে হবে যে আমাদের বিশাল জনসংখ্যাকে টিকা দেওয়ার আওতায় আনা সময় সাপেক্ষ এবং আমাদের এই রোগের সাথে দীর্ঘকাল লড়াই করে যেতে হবে। সামনের বছরগুলিতে সংক্রমণ রোধ করার জন্য ভ্যাকসিন এবং ওষুধের পাশাপাশি হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা, এই তিনটি সহজ প্রতিষ্ঠিত পদক্ষেপই বর্তমান মহামারী মোকাবেলায় আমাদের সেরা অস্ত্র হিসাবেই নিয়োজিত থাকবে।