আইইডিসিআর
বাংলাদেশে ০৭/০২/২০২১ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) দেওয়া শুরুর পর থেকে আইইডিসিআর ও আইসিডিডিআর,বি যৌথভাবে টিকা গ্রহণকারী ৬৩০০ মানুষের রক্তে কোভিড-১৯ অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত গবেষণা পরিচালনা করছে। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১২০ জন হতে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যায় টিকা গ্রহণের ১ মাস পর ৯২% ও ২ মাস পর ৯৭%-এর শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে। সকল বয়সের টিকা গ্রহীতার শরীরেই অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য অসুস্থতা থাকা না থাকার সাথে অ্যান্টিবডির উপস্থিতির কোন পার্থক্য লক্ষ্য করা যায়নি। এদের মধ্যে যাদের কোভিডে আক্রান্ত হবার ইতিহাস রয়েছে তাদের শরীরে ৪ গুণ বেশী অ্যান্টিবডি তৈরী হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, বাংলাদেশীদের মধ্যে টিকা গ্রহণের পর কোভিড-১৯ এর অ্যান্টিবডি সন্তোষজনক হারে তৈরী হচ্ছে। চলমান গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এই সংক্রান্ত আরো আশাব্যঞ্জক হালনাগাদ তথ্য পাওয়া যেতে পারে।