Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২৫

Volume 8 Issue 1

প্রধান সম্পাদকের কথা

অধ্যাপক মামুনার রশীদ

এই সংখ্যায় চারটি নিবন্ধের মাঝে জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত এমন দুটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি হয় খুব সামান্যই আলোচিত নতুবা প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয়ভাবে অধিক প্রচারিত।

 

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) - শ্বাসতন্ত্র সংক্রমণের একটি নীরব জীবাণু

ইমামুল মুনতাসির, মনজুর হোসেন খান, মোঃ ওমর কাইয়ুম, মোহাম্মাদ রাশেদুল হাসান, ক্য থোয়াই প্রু প্রিন্স, মাহবুবুর রহমান, তাহমিনা শিরীন; আইইডিসিআর

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শ্বাসতন্ত্র সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ কারণ। মলিকুলার ডায়াগনস্টিক টেস্ট যেমন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (PCR) এর উন্নতি হওয়ার আগ পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা বা রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (RSV) এর মতো অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের তুলনায় এইচএমপিভি কম পরিচিত ছিল। বিশ্বব্যাপী এ ভাইরাস শ্বাসতন্ত্রের অসুস্থতায় যথেষ্ট অবদান রাখে।

 

মেলিওডোসিসঃ একটি চরম অবহেলিত গ্রীষ্মমন্ডলীয় রোগ

মোঃ শরিফুল আলম জিলানী, সাইকা ফারুক, ফাহমিদা রহমান; মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা

ভারতীয় ব্যাকটিরিওলজিস্ট সি. এস. কৃষ্ণস্বামী এবং ব্রিটিশ প্যাথলজিস্ট আলফ্রেড হুইটমোর ১৯১১ সালে বার্মিজ মরফিন আসক্তদের মধ্যে 'গ্রন্থির মত রোগ' এর কারণ হিসেবে ব্যাসিলাস সিউডোম্যালেই ব্যাকটেরিয়াটি প্রথম শনাক্ত করেন, যা একটি যুগান্তকারী আবিষ্কার। বর্তমানে এই জীবাণুটি বুরখোল্ডেরিয়া সিউডোম্যালেই (বি. সিউডোম্যালেই) নামে পরিচিত এবং “মেলিওডোসিস“ রোগের জন্য দায়ী। 

 

মোবাইল ফোন সমীক্ষার প্রতি সাধারণ মানুষের ধারণা এবং গ্রহণযোগ্যতা: বাংলাদেশের একটি গঠনমূলক গবেষণার ফলাফল

শাহানাজ শানুু, তাহসিন শাহরিন খান, মোঃ দুদু মিয়া, ইকবাল আনসারী খান; আইইডিসিআর

বাংলাদেশে মোবাইল ফোন প্রযুক্তির সম্প্রসারণের ফলে এর মাধ্যমে মানুষের কাছ থেকে জনসংখ্যাভিত্তিক তথ্য দ্রুত সংগ্রহের পথ উন্মুক্ত হয়েছে। ২০২২ সালে জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রোগতত্ত¦, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর সেলফোন ভিত্তিক নজরদারি প্ল্যাটফর্ম মোবাইল ফোনের মাধ্যমে জরিপের উন্নয়নের উপায় অনুসন্ধানের জন্য একটি গুণগত-গঠনমূলক গবেষণা পরিচালনা করে। 

 

কমিউনিটির বিশ্বাস অর্জন ও বৃদ্ধি করা: বাংলাদেশের বালিয়াকান্দি এলাকার গ্রামীণ সমাজে শিশু-স্বাস্থ্য ও শিশু-মৃত্যু প্রতিরোধ নজরদারি কার্যক্রমে কমিউনিটি স্টেকহোল্ডার এবং জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ

মুহাম্মদ ফারুক হুসাইন, এমিলি এস গার্লে, আবদুস সুবান মুল্লা, আফরোজ জাহান, আজিজ আহমেদ, শিখা দত্ত গুপ্তা, সুরুজ আলী, সাজ্জাদ হোসেন খান, তন্ময় সরকার, ডালিয়া ইয়াসমিন, মোহাম্মদ জাহিদ হোসেন, শামস এল আরেফীন, শাহানা পারভীন; আইসিডিডিআর, বি ঢাকা, বাংলাদেশ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক প্রেক্ষাপটের জটিল সংশ্লিষ্টতার কারণে ময়নাতদন্ত করা অত্যন্ত কঠিন। স্বাভাবিক বা কোন রোগজনিত মৃত্যুর জন্যও সম্পূর্ণ ময়নাতদন্ত আমাদের সমাজ মেনে নেয় না।

 

Surveillance Report, 2024

An update on the disease surveillances carried out at IEDCR in 2024 is presented here. 

 

কোভিড-১৯ আপডেট (২০২৫)

2025-07-01-04-04-c1ffa77250de116b00844449958cb791.pdf